
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় এবার ১০ হাজার ৫৫৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ললমঘ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ জুন গাইবান্ধা পৌর এলাকায় ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাম্পেইন শুরু হবে। চলবে ১৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।
বুধবার (২ জুন) দুপুরে গাইবান্ধা পৌরসভার সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান এসব তথ্য জানান।
সভায় জানানো হয়, অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে এবছরও জেলা পর্যায়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পইনে পৌর এলাকার ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১০ হাজার ৫৫৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মোট ৫৮টি কেন্দ্রে, ১২ জন সুপারভাইজারের তত্বাবধানে ১১৬ জন স্বেচ্ছাসেবি কাজ করবেন।
মেয়র মো. মতলুবর রহমান বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে। শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে এবং শিশু মৃত্যুর হারকে কমিয়ে আনে। তাই মায়েদের সচেতন হতে হবে যেন কোনো শিশুই ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে। তবে মনে রাখতে হবে অসুস্থ্য শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবেন না।
সভায় ডা. ওয়াসেক রহমান তালুকদার, ডা. হাফিজুর রহমান, সাঈদা তাসনীম, আরজুমান আরা গোলেনুর, সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছা. মাহাফুজা খাঁন, মোছা. মমতা সরকার, সাবিনা বেগম, কাউন্সিলর মো. শেখ শাহীন, আবু জাফর মো. মহিউদ্দিন, মো. কামাল হোসেন, মো. রকিবুল হাসান, শেখ সর্দার আসাদুজ্জামান, মো. কাজী হুমায়ুন কবির স্বপন, পৌরসভার সচিব (অঃ দাঃ) মো. রেজাউল হক, পৌর এস.আই মো. আ. রহিম আকন্দসহ পৌরসভার কর্র্মকতা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।