
গাইবান্ধায় হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ জুন) সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কার্যালয়ে মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক মিহির ঘোষের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদীর) মৃণাল কান্তি বর্মণ, ব্রক্ষ্মপুত্র সেতু বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক এ্যাড. আশরাফ আলী ও জাহাঙ্গীর কবীর তনু প্রমুখ।
সভায় মঞ্চের নেতৃবৃন্দ সদর থানার ওসি’র বদলী আদেশের ১৫ দিন পরেও স্বপদে বহাল থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ব্যবসায়ী হাসান হত্যার সাথে জড়িত সকল পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার দাবী জানান। তারা হাসান হত্যা মামলার এজাহারভূক্ত অপর আসামীদের অবিলম্বে গ্রেফতার ও হাসান হত্যা মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভূক্ত করারও দাবী জানান।