
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় ‘স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী মানুষের জন্য উপযোগী ওয়াশ ব্যবস্থাপনার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুন) সকালে গণ উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে সমতা প্রকল্পের এ মতবিনিময় সভায় গাইবান্ধা জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শাহ নাসির উদ্দিন, সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী হাছিনা পারভীন, সিডিডি’র প্রশিক্ষক রেোশদুল আজমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।