
সারাদেশে অটোরিকশা ভাঙচুর, শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদসহ গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি এবং অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবীতে গাইবান্ধায় এক মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুন) গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরের গোপালপুরে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
শ্রমিক কর্মচারী ফেডারেশন রামচন্দ্রপুরের গোপালপুর অঞ্চলের সংগঠক মো. আল আমিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, শ্রমিক-কর্মচারী ফেডারেশন জেলা সংগঠক নিলুফার ইয়াসমিন শিল্পী ও ছাত্রফ্রন্ট জেলা নেতা উম্মে নিলুফার তিন্নি প্রমুখ। বক্তারা বলেন, লক্ষলক্ষ পরিবারের মানুষের খাবার কীভাবে জুটবে, তা নিয়ে আজ অটোরিকশা শ্রমিকরা দিশেহারা। সরকার কোন বিকল্প ব্যবস্থা না করেই এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক অটোরিকশা-ভ্যান বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবী জানান।