করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে জন্মগ্রহণ করেন বদিউল আলম বীর উত্তম। মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফ্রান্স থেকে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেন তিনি। যুদ্ধকালীন সময় আরও সাতজনকে সাথে নিয়ে গড়ে তোলেন প্রথম নৌ কমান্ড। যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাব প্রাপ্ত হন। তিনি গাইবান্ধা জেলার একমাত্র বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় আজ বাদ এশা রাজধানীর মিরপুরের পলাশনগরে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গাইবান্ধায় শোকের ছায়া নেমে এসেছে।
(করোনার ঢেউ মোকাবেলায় সচেতন থাকার বিকল্প নাই। অযাথা বাহিরে বের হবেন না।)