
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা উপলক্ষে শাখার সিনিয়র সহ-সভাপতি কর্তৃক বিভ্রান্তি সৃষ্টি করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লবের আহ্বানে সাদুল্লাপুর পশ্চিমপাড়ার তালতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, জিল্লুর রহমান খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক এস.টি.এম রুহুল আলম, রনজিৎ কুমার অধিকারী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লব বলেন, দ্বন্দ্ব এড়াতে আমরা দূরে এসে কার্যনির্বাহী কমিটির সভা করেছি। এ সভায় ৪৮ জন সদস্য উপস্থিত ছিলেন। আর এই সভা থেকে দলের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ সৃষ্টিকারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া খন্দকারকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি দল থেকে তার প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে লিখিত ভাবে জানানো হবে।