গাইবান্ধার সাঘাটা উপজেলার উপর দিয়ে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ-পশ্চিম কোণ থেকে প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় চলাকালীন গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। এসময় উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিগর গ্রামের মৃত সোমেদ আলীর ছেলে কৃষক আরমান আলী (৫৫) ভয়ে জমি থেকে বাড়ি ফেরার সময় বাড়ির অদূরে পড়ে গিয়ে হার্ট এ্যাটাক করে নিহত হয়েছেন।
কামালের পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝড়ে ভেঙ্গে পড়া গাছের চাপায় পড়ে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের গীতা রাণী (৫৫), রেশমা (৩২) ও উত্তর দীঘলকান্দি গ্রামের জুলেখা বেগম (৪০) নামে তিনজন মহিলা গুরুতর আহত হয়েছে। আহত গীতা রাণী, রেশমা ও জুলেখা বেগমকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বিভিন্ন গ্রামের বেশ কিছু টিনের ঘর পড়ে গেছে। অসংখ্য গাছ-পালা দুমড়ে মুচড়ে ভেঙ্গে ও উপড়ে পড়েছে। এছাড়াও কৃষকের উঠতি পাট, পাকাধান ও পাকা কাউনের ব্যাপক ক্ষতি হয়েছে।