
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) বিশেষ অভিযানে ১৮ চোর ও এক ছিনতাইকারীসহ ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে আরপিএমপির কোতোয়ালি থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, পরিদর্শক (তদন্ত) রাজীব বসুনিয়া প্রমুখ।
তিনি জানান, নগরীতে চুরি ও বিভিন্ন অপকর্ম ইদানিং বেড়েছে। এসব দমনে প্রতিদিনই রংপুর মেট্রোপলিটন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। একই সময়ে ১৮ চোর, এক ছিনতাইকারী ও নিয়মিত মামলার ১৩ আসামিসহ ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় চুরি যাওয়া চারটি মোটরসাইকেলসহ ৪০ কার্টন সিগারেট ও সিগারেট বিক্রির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।