
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ফিলিস্তিনে হামলা ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। সমাবেশে বক্তারা অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ করার জন্য জাতিসংঘ ও বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার (১৯ মে) বেলা ১২টায় দলের জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ।
ফিলিস্তিনের উপর আমেরিকার মদতে ইসরায়েলের আগ্রাসন ও জাতিসংঘের নিষ্ক্রিয়তা পুরো বিশ্ববাসীর জন্য লজ্জাজনক উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, সকল আন্তর্জাতিক রীতিনীতি লংঘন করে প্যালেস্টাইনের উপর ইসরায়েলের একতরফা বর্বরোচিত হামলার শিকার হচ্ছে নারী-শিশুসহ অগুনতি মানুষ। যা গণতন্ত্রমনা মানুষের জন্য কাম্য নয়। তাই দেশে দেশে সাম্রাজ্যবাদ-পুঁজিবাদ-ফ্যাসীবাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা। সেইসাথে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করাসহ স্বাস্থ্য খাতের দূর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার দাবী জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন– বাসদ মার্কসবাদী জেলা সদস্য গোলাম সাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্ল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ। সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল বের করে বাসদ মার্কসবাদী নেতাকর্মীরা। দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে জেলা শহরের গুরুত্বপুর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।