
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজিজুল ইসলাম দাপ্তরিক পদোন্নতি পেলেন। তিনি অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) পদে পদোন্নতি পেয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা মহাপরিচালক মো. আসাদুল্লাহ কর্তৃক গত ২৭ মে স্বাক্ষরিত একপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কৃষিবিদ মো. আজিজুল ইসলাম বিগত ২০১৫ সালের ২৮ মে এ উপজেলায় কৃষি অফিসার হিসেবে যোগদান করেন। একই উপজেলায় লাগাতার দীর্ঘ ৬ বছর সুনাম ও নিষ্ঠার সহিত স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালন করলেন তিনি।
এ সময়কাল দায়িত্বপালন করায় উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি বিভাগীয় বিভিন্ন শাখা-প্রশাখায় কর্মরতসহ সর্বস্তরের সহকর্মি, তৃণমুল মাঠ পর্যায়ের কৃষি ও কৃষকের নিকট তিনি পেশাগত ভূয়সী প্রশংসা অর্জন করেন।
পদোন্নতি পেলেও এখুনি তিনি তাঁর পরবর্তী কর্মস্থলে যোগদান করছেন না। আগামী জুলাই নাগাদ তাঁর পরবর্তি কর্মস্থল কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্ব-পদে যোগদান করবেন বলে তিনি জানান।
অপরদিকে; গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. ফাতেমা কাওসার মিশু বর্তমান কর্মস্থল ফুলছড়ি হতে ইতোমধ্যেই পলাশবাড়ীর কর্মস্থলে বদলী হয়েছেন। একই সময় আগামী জুলাই নাগাদ পলাশবাড়ী কৃষি বিভাগের স্ব-পদে তিনি স্থলাভিষিক্ত হবেন বলে জানা যায়।