গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের টানা কয়েক বারের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন (বস মতিন) কয়েক দিন হয় অসুস্থ্য হয়ে নিজ বসতবাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। তার এ অসুস্থ্যতার খবরের ঢাকা থেকে এসে উপজেলা আওয়ামীলীগের এ নেতার শাররিক অবস্থার খোজ খবর নিতে আজ ২২ মে শনিবার রাতে পলাশবাড়ী পৌর শহরে গৃধারীপুরস্থ আব্দুল মতিনের বাসভবনে যান বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এসময় তিনি এ আওয়ামীলীগে নেতার সাথে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করেন এবং আব্দুল মতিনের শাররিক অবস্থার ও তার পরিবারের সদস্যদের বিষয়ে খোজ খবর নেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ভিপি রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, প্রচার সম্পাদক হাবিবুর রহমান লাভলু,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা মাহবুল হাসান মুকিত ,বেতকাপা ইউপি চেয়ারম্যান ফজলুল করিম,উপজেলা আওয়ামীলীগের সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক শান্ত,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।