1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনমত: পীরগঞ্জ জাবরহাটে গণভোট ২০২৬ নিয়ে আলোচনা পীরগঞ্জের ৩ নং খনগাঁও ইউনিয়নের শান্তিনগরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা যখন ‘বিনোদন’;অনিয়ম-দুর্নীতির ছায়ায় ভবিষ্যৎ প্রজন্ম! ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান এটিএম আজহারুল ইসলামের সাদুল্লাপুরে নির্বাচনী সভায় ডাঃ সাদিকের অঙ্গীকার: উন্নয়ন ও নাগরিক সেবাই হবে অগ্রাধিকার কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও সিটি কর্পোরেশনের ঘোষণা জামায়াত আমিরের দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ গাইবান্ধাকে অগ্রাধিকার দিয়ে উত্তরাঞ্চলের উন্নয়ন করা হবে —আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ত্রয়োদশ নির্বাচন, ঠাকুরগাঁও-৩ আসনে আত্মমর্যাদার সন্ধানে বিএমজেপি ও কমলাকান্ত রায়ের নতুন রাজনৈতিক যাত্রা

পলাশবাড়ীতে “মানবতা সামাজিক উন্নয়ন সংস্থা” এর আত্মপ্রকাশ।। দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলা গাড়ী গ্রামে “মানবতা সামাজিক উন্নয়ন সংস্থা”র অায়োজনে প্রথম ধাপে ৭ জন বৃদ্ধাকে প্রতিমাসে ৫শ টাকা করে ভাতা প্রদান অনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে।
শনিবার ১৫ মে সকালে এক আলোচনা সভা সংস্থার অস্থায়ী কর্যালয় চত্তরে সংস্থার সভাপতি
আওরাঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও সংস্থার কার্যক্রম উদ্বোধন করেন,পলাশবাড়ী সরকারী কলেজ সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এসএম পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীঃ সুশীল চন্দ্র শীল, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের
সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ। খবরবাড়ী ২৪ডট কম সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন।
বক্তাগণ বলেন,সামাজিক দায়বদ্ধতায় আজকের যুবসমাজ “মানবতা সামাজিক উন্নয়ন সংস্থা” গঠন করেছে এবং সামাজের অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে ৭ জনকে অর্থনৈতিক সহযোগিতার দায় নিয়েছে। ভবিষ্যতে টাকার পরিমান ও সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি পাবে শুনে আমরা একটি আলকিত সমাজের প্রতিচ্ছবি দেখছি। এ ধারাবাহিকতা বজায় ও সংস্থার
সাফল্য কামনা করছি।
উল্লেখ্যঃ স্থানীয় কয়েকজন যুবক ভার্চুয়াল আলোচনায়”মানবতা সামাজিক উন্নয়ন সংস্থা” গঠন করে। নিজেস্ব অর্থের সমন্নয়ে একটি ফান্ড গঠন করে প্রতি মাসে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্তে আজকের পথচলার সূচনা হলো এবং তালিকাভূক্ত জনগোষ্ঠী আজীবন এ সহযোগিতা পাবে বলে সংস্থা সূত্রে জানা যায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী মোহ সাব্বির, প্রচার সম্পাদক আরিফ আল রাহী, দপ্তর সম্পাদক সৌয়দা জাহীনুর বেগম, মহিলা বিষয়ক সম্পাদক কাকলী পারভীন, সমাজ কল্যাণ সস্পাদক তৌহিদুল ইসলাম, কার্যকারী সদস্য হুমায়রা রহমান,ফৌজিয়া আফরিন। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,সহ সভাপতি ইসতেকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে চুড়ান্ত তালিকার সুবিধাভোগী ৭ জন’কে চলতি মে মাসের ৫শ টাকা (মাথাপিছু) এবং ভাতা বহি প্রদান করেন অতিথিরা।
অবশ্যই এটা ভালো দিক “সরকারের পাশাপাশি এমন বেসরকারিভাবে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। এ আলো ছড়িয়ে পড়লে দেশের যুবসমাজ উদ্ভুদ্ধ হবে এবং দেশজুরে সহযোগিতার একটি নতুন দ্বার উন্মোচিত হবে” বলে সচেতনমহলের ধারণা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft