নিউ লাইফ ফাউন্ডেশননের প্রতিষ্ঠাতা আবু জাহিদ নিউ এর বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরে পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পলাশবাড়ী থানায় সোমবার রাতে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমান রহমান সাংবাদিকদের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগের তদন্ত চলমান রয়েছে।এদিকে ঘটনা শোনার পর মঙ্গলবার সন্ধায় ক্ষোভে ফেটে পরেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
তারা তাৎক্ষণিক জরুরি সভা আহবান করেন।সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা।
সভায় বক্তারা বলেন অবিলম্বে প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা না হলে নিউ লাইফ ফাউন্ডেশন এর সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।