ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সীমান্ত হামলা বন্ধ করে দু-একদিনের মধ্যে যুদ্ধবিরতিতে যেতে পারে উভয় পক্ষ। হামাসের এক জ্যেষ্ঠ কমকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবার বলেছেন, ইসরায়েলি নাগরিকদের মধ্যে শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার দেশ হামলা চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। খবর বিবিসি।
আজ বৃহস্পতিবার সকালে গাজার উত্তরে বিভিন্ন স্থাপনায় ১০০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর প্রতিবাদে ফিলিস্তিনিরা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায়।
মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের পবিত্র স্থান পূর্ব জেরুজালেমে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার কয়েক সপ্তাহের উত্তেজনার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পবিত্র স্থান থেকে অবরোধ উঠিয়ে নেয়ার হুঁশিয়ারি স্বরূপ ইসরায়েলের ওপর রকেট হামলা চালায় গাজার নিয়ন্ত্রক হামাস। পরবর্তীতে পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক যুদ্ধে গাজায় অন্তত ২২৭ জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছে। ইসরায়েলের দাবি নিহতদের মধ্যে অন্তত ১৫০ জন হামাসের সেনা রয়েছে। অন্যদিকে, হামাস তাদের যোদ্ধাদের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি।
ইসরায়েলের স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, দুই শিশুসহ এখন পর্যন্ত ১২ ইসরায়েলি নিহত হয়েছে। তারা বলছে, ফিলিস্তিনিরা এখন পর্যন্ত ৪ হাজার রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে ।
এদিকে হামাসের রাজনৈতিক কর্মকর্তা মুসা আবু মারজুক লেবাননের একটি টিভিকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, আমি মনে করছি যুদ্ধবিরতির চলমান প্রচেষ্টা সফল হবে। আশা করছি, এক বা দুই দিনের মধ্যে যুদ্ধ বিরতিতে পৌঁছাতে পারবো।
ইসরায়েল ও ফিলিস্তিনের ওপর আন্তর্জাতিক চাপের মধ্যে হামাসের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার পক্ষ থেকে এমন মন্তব্য পাওয়া গেলো।