
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ও ৬ জন আহত হয়েছেন।নিহতরা হচ্ছেন, ভুটভুটি যাত্রী মোঃ লিটন (৩৫), মোঃ রেজাউল করিম (৩৮) ও আব্দুল মালেক (৪০)। এদের বাড়ি পার্শ্ববর্তী গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নাচোল উপজেলার ধানসুরা-নওগাঁ সড়কের ধানসুরা বাজার নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় তসিকুল, আলাউদ্দিন, তাহারুল, শফিকুল, বুলবুল ও সাইদুর নামে ৬ জন আহত হয়েছেন। এদের সকলের বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামে। চিকিৎসার জন্য আহতদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নাচোল থানার ওসি সেলিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে স্থানীয়রা জানান, আহত ও নিহতরা ধানকাটা শ্রমিক এবং তারা ভুটভুটিযোগে নওগাঁ যাচ্ছিল।