গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজেন কোভিট -১৯ মোকাবেলায় পবিত্র ঈদ উপলক্ষে অসহায় দুঃস্থ পরিবারের সাহায্যার্থে মানবিক সহায়তা ( জিআর নগদ অর্থ) মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কুপতলা ইউনিয়ন পরিষদের কার্যলয়ে অসহায় দুঃস্থ ৫৫৫ পরিবারের মাঝে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মতিন।
সদর উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
আনিছুর রহমান,কুপতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজ সেবা অফিসার নাছির উদ্দিন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মাদ আসিফ সরকারসহ কুপতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।