আসন্ন বোরো মৌসুমে হাওড় বাওড় এলাকায় কৃষকের জমির ফসল ধান ঘরে তুলতে ও দেশ ব্যাপী কৃষি শ্রমিক সংকট হওয়ায় কিশোরগঞ্জের জেলার করিমগঞ্জ উপজেলার চামটা বন্দর গেরাজুর হাওর কৃষক জামাল ভাইয়ের পাকা ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে কৃষকদের পাশে দাড়িয়ে ফসল ঘরে তুলে দেওয়া কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক গাইবান্ধা ৩ আসনে সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ।
আজ ২১ এপ্রিল বুধবার সকালে এ কর্মসূচী চলাকালে এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষকলীগ সভাপতি সমীর চন্দ্র বলেন, দেশে কৃষি শ্রমিক সংকট নিরসনে সারাদেশে কৃষকদের পাশে থেকে জমির ফসল ঘরে তুলে দিতে কাজ শুরু করেছে মৌসুম জুড়ে কৃষকরে পাশে থাকবে কৃষকলীগের নেতাকর্মীরা।
সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের ন্যায় হাওয় এলাকায় মাঠে ফসল নিরাপদে কৃষকের ঘরে তুলে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষকলীগ । তিনি আরো বলেন যে কোন দূর্যোগে কৃষকের পাশে থাকবে কৃষকলীগের নেতাকর্মীগণ।