
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪শ’ পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে গাইবান্ধা শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা প্রশাসক মো. আবদুল মতিন-এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র মতলুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলমসহ বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৫শ’ গ্রাম সেমাই।