
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ওষুধ, চাল ও সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ সৃষ্টিকারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, চলমান করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন গরীব-নি¤œআয়ের মানুষদের বিনামূল্যে খাদ্য সরবরাহের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে দলের জেলা কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব মনজুর আলম মিঠুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন।
বক্তারা নিত্যপন্যের মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দ্রব্যমূল্য কমানোসহ লকডাউন চলাকালীন গরীব-নি¤œআয়ের মানুষদের বিনামূল্যে খাদ্য সরবরাহের দাবী জানান। তারা প্রয়োজনীয় আয়োজনসহ জেলা-উপজেলায় করোনা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবী করেন।
নেতৃবৃন্দ অবিলম্বে রুহুল আমিনের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবী জানিয়ে অবিলম্বে বন্ধ পাটকল চালু করার দাবীসহ চিনিকল বন্ধের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিভিন্ন গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে।