গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় মোট ২৫০ জন ধান কাটা কৃষি শ্রমিক প্রেরণ করা হয়। এ কাজে গাইবান্ধা জেলার স্থানীয় এনজিও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ও জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় জেলা পুলিশ মানবিক দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন জেলায় যাতে করে ধান কাটার কৃষি শ্রমিকের সংকট তৈরি না হয় সেজন্য শ্রমিক পাঠানোর কাজটি করে যাচ্ছে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী প্রদান করে এ সকল শ্রমিক পাঠানো হচ্ছে। দেশের কৃষি শ্রমিক সংকটে এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
আজ ২১ এপ্রিল বুধবার গাইবান্ধা হতে দেশের বিভিন্ন জেলায় কৃষি শ্রমিক পাঠানোর কার্যক্রম পরিচালনাকালে শ্রমিকদের হাতে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সামগ্রী প্রদান করে জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম । জেলা ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর টিআই নুর আলম সিদ্দিকসহ,এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।