গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্য হয়েছে । আজ বুধবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কের হাওয়াখানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সমরেশপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আব্দুল (৬৫) বলে জানাযায় । এ সময় ভ্যানের আরও তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা সুত্রে জানা যায়, মহাসড়ক দিয়ে ভ্যান চলার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ডিউটি অফিসার এএসআই অনুকূল চন্দ্র বর্মন এই তথ্য নিশ্চিত করেন।