স্টাফ রিপোর্টার – সরকার লুৎফর রহমান
উদ্বোধনের পরেও সেবা দিতে পাচ্ছে না গাইবান্ধার পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনটি। গত ২০১৮ সালের ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন হতে মাননীয় প্রধানমন্ত্রী একযোগে ৪৬টি জেলায় উদ্বোধন করেন ফায়ারসার্ভিস ভবন গুলো। এ তালিকার মধ্যে পলাশবাড়ী ফায়ার সার্ভিসটি রয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে পারেনি ভবনটি। বিভিন্ন দুর্ঘটনায় গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ফায়ারসার্ভিসের উপর নির্ভর করতে হয় এ উপজেলাবাসীকে। উল্লেখিত স্টেশন গুলো পলাশবাড়ী হতে প্রায় ২০কিঃমিঃ দূরে অবস্থান। দেখা যায়, অনেক সময় দুর্ঘটনার ৪০ থেকে ৪৫ মিনিট পর ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে। এ বিষয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক এ প্রতিবেদককে জানান, ভবনের কাজ শেষ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল প্রস্তুত রহিয়াছে
কিন্তু বিদ্যুৎ ও পানির সঞ্চালন কাজ বাকী থাকায় হস্তান্তর করতে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।
এমতবস্থায় পলাশবাড়ী উপজেলাবাসী দীর্ঘদিনের কাঙ্খিত সেবাটি দ্রুত চালু এবং সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে