
হেফাজতে ইসলামের হরতালের তেমন কোনও প্রভাব পড়েনি গাইবান্ধায়। রবিবার (২৮ মার্চ) সকাল থেকে জেলা শহরের ডিবি রোড, স্টেশন রোড, কাচারী বাজার, ভি-এইড রোড, বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা ঘুরে স্বাভাবিক অবস্থা লক্ষ করা গেছে। যান চলাচল করছে অন্যদিনের মতোই। হরতালকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই দোকানপাট ও অফিস আদালত খুলেছে। আন্তঃজেলা বাসসহ সড়ক-মহাসড়কে স্বাভাবিক ছিলো সবধরনের যানবাহন চলাচল। দুপুর ২টা পর্যন্ত হরতালের সমর্থনে বা হরতাল বিরোধী কাউকে দেখা যায়নি। তবে যোহরের নামাজের পর জেলা শহরের বড় মসজিদ এলাকা থেকে হরতালের সমর্থনে হেফাজতের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাঁধায় তা পন্ড হয়ে যায়।এদিকে হরতালকে কেন্দ্র করে জেলা শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে তাদের টহল দিতে দেখা গেছে।