স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুরের কওমী ও হাফিজিয়া মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ৫ মার্চ সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাদিকুর রহমান।
জোনার ফাউন্ডেশন উন্নয়ন সংঘের সহ-সভাপতি মোস্তাফিজার ছাদীর সভাপতিত্বে ও জোনার ফাউন্ডেশন উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম রেজওয়ানুল ইসলাম (বাবু), জোনার ফাউন্ডেশন উন্নয়ন সংঘের উপদেষ্টা এটিএম রাশেদুল ইসলাম শোভন, সমাজসেবক মোঃ মাসুদ রানা প্রমূখ।
প্রধান অতিথি মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, আমার ১১ বছরের কর্ম জীবনে এটাই আমার প্রথম প্রোগ্রাম পবিত্র কুরআন শরীফ বিতরণ। এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।
সাদুল্লাপুর উপজেলা চেয়্যারম্যান ও জোনার ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব শাহরিয়ার কবির বিপ্লব অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি বলেন, আমি এই সংগঠনটির শুরুর যাত্রা হতেই সাথে আছি। ইনশাআল্লাহ সব সময় থাকবো।
প্রসঙ্গত, স্থানীয় ও দেশের বিভিন্ন স্থানের রাজনৈতিক এবং সমাজ সেবকের সহযোগিতায় প্রায় দুই শতাধিক কওমি এবং এতিম খানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।