গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন গাইবান্ধা-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি।
আজ বুধবার সকালে সাদুল্লাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলেম ওলামাদের নিয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি বলেন ধর্মের নামে আগুন সন্ত্রাস নাশকতা সকল ধরণের জ্বালাও পোড়াও বন্ধ করতে হবে। ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে ধর্মপ্রান মুসলামানদের রুখে দাড়াতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খাঁন বিপ্লব, ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খান, সহ-সভাপতি আব্দুল জলিল,এ্যাডঃ আনোয়ারুল আজীম, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান স্মৃতি,সুপার জাহিদুল,১১ ইউনিয়নের চেয়ারম্যানগন এ বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাবৃন্দ বক্তব্য রাখেন। পরে বেলা ২ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ টি গ্রুপের কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন গাইবান্ধা-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি।উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবীনেওয়াজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ খাজানুর , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক জলিল,কৃষক প্রতিনিধি রোটারিয়ান শহিদুল ইসলাম বাবলা,১১ ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। কৃষি যন্ত্রপাতি পেয়ে কৃষকদেরকে আনন্দিত হতে দেখা যায়। সুবিধাভোগী কৃষকগণ বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে কৃষকদের কোন ধরণের সংকটে পড়তে হয় না। সংকট শুরুর আগেই মোকাবেলা করতে পারা আওয়ামীলীগ সরকারের একটি গুণ।
এর আগে প্রধান অতিথি তার নির্বাচনী এলাকার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থাসহ নানা ধরণের অভিযোগের বিষয়ে সরেজমিনে নিজ চোখে স্বাস্থ্য সেবার মান যাচাইয়ে যান বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি। এসময় তিনি সকল বিষয় গুলো দেখে সার্বিক সমস্যা গুলো দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কে নির্দেশ প্রদান করেন।