রংপুরের সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রতন সরকার ও চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা ও সাংবাদিকদের উপর হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিক সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। ২৩ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় সাংবাদিক সমাজের আয়োজনে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালিত হয় ।
গণসংহতি সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা আবু জাফর সাবু, নিয়ামুল আহসান পামেল, নুরুজ্জামান প্রধান, দেশ টিভি অমিতাভ দাশ হিমুন, মাছরাঙ্গা টেলিভিশনের সিদ্দিক আলম দয়াল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরিফুল ইসলাম বাবু, এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন, একুশে টেলিভিশনের আফরোজা লুনা, ডিবিসি নিউজের প্রতিনিধি রিকতু প্রসাদ, এসএ টিভির কায়ছার প্লাবন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির প্রতিনিধি মিলন খন্দকার, দৈনিক আস্থার মফস্বল সম্পাদক আতিকুর রহমান আতিক, ফুলছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম যাদু, , চ্যানেল এস এর প্রতিনিধি জাভেদ হোসেন, দৈনিক মতপ্রকাশ এর প্রতিনিধি লালচান বিশ্বাস সুমন, দৈনিক গনমানুষের আওয়াজ এর প্রতিনিধি শাহজাহান সিরাজসহ অন্যান্যরা। সাংবাদিক গণসংহতি সমাবেশ সঞ্চালনা করেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু।
বক্তারা বলেন, রংপুরে ২৬ দিনে ডাক্তার তৈরির কারখানা বিপিডি’র অনিয়ম-দূর্নীতির সংবাদ প্রচার করায় রতন সরকার ও চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের কারীদের শাস্তির দাবি জানান। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দূর্ঘটনার শিকার সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল সাংবাদিকের জন্য সরকারিভাবে বিমা চালু করার দাবি জানান।