
রাজশাহীর বাঘা ও পুঠিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহতসহ আহত হয়েছেন হয়েছেন আরো সাত জন। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসের সুপারভাইজার সুলতান আলী (৩০) ও ট্রাকের ড্রাইভার বাবুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন বাঘায় হাবিবুর রহমান মঞ্জু (২৫) ও পুঠিয়ায় টুম্পা বেগম (২৭)। আহতরা হলেন বাঘার সাবাজ আলী (৪০), রমজান আলী (২৫), আশব আলী (২৫), সুজন আলী (২৫), রেজাউল ইসলাম (৩৫), আলতাফ হোসেন (৪০) ও পুঠিয়ায় আবু সামা (৩৫)।
জানা গেছে, নওগাঁ থেকে সোনারতলী নামের একটি বাস (ঢাকা মেট্রো-ড-১৪-০১০০) বনভোজনের ভাড়া নিয়ে বাঘা এলাকায় আসছিল। বাসটি শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আড়ানী-বাঘা সড়কের আমোদপুর এলাকা অতিক্রম করতে গিয়ে বাস, মোটরসাইল ও ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বাঘা এলাকার আফাজ-মন্টু ঠিকাদারের সহকারী মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান মঞ্জু (২৫) গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি উপজেলার কলিগ্রামে। এদিকে সাবাজ আলী নামের একজন ভ্যানচালক দুই জন যাত্রী নিয়ে বাঘা উপজেলার দিকে যাওয়ার সময় একই বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক সাবাজ আলী (৪০)-সহ তিন জন আহত হন। ভ্যানচালক চারঘাট উপজেলার পাঁন্নাপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। যাত্রী উত্তর মিলিবাঘা গ্রামের শাহা আলীর ছেলে রমজান আলী (২৫) ও দক্ষিণ মিলকি বাঘা গ্রামের বিরাল্লার ছেলে আশব আলীকে (২৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ভ্যানচালকের অবস্থা গুরুতর হওয়া কর্মরত ডাক্তার তাকে তাৎক্ষণিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
অপরদিকে তিন জন শ্রমিক ইটভাঙ্গা ট্রলি নিয়ে উপজেলার হাটবাউসা এলাকায় যাচ্ছিল। এ সময় ট্রলির চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, চারঘাট উপজেলার রায়পুর গ্রামের আকবর আলীর ছেলে সুজন আলী (২৫), রমজান আলীর ছেলে রেজাউল ইসলাম (৩৫), আকসেদ আলীর ছেলে আলতাফ হোসেন (৪০)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে বনভোজনের বাস, মোটরসাইকেল, ভ্যান, ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী টুম্পা বেগম (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে পুঠিয়া ঝলমলিয়ায় এই দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৭৬৯) পেছন থেকে মোটসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার কাঁঠালবাড়িয়া এলাকার আবু সামার স্ত্রী টুম্পা বেগম মারা যান। এ সময় তার স্বামী আহত হন। এলাকাবাসী ট্রাকের ড্রাইভার বাবুল ইসলামকে (৩২) আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। তারা স্বামী-স্ত্রী নাটোর থেকে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।