
রাজধানীর দক্ষিণখান থানার পাশে আবদুর রশিদ নামের স্থানীয় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে শর্টগান দিয়ে গুলি করে হত্যা করার অভিযোগে আমিনুল ইসলাম হান্নানসহ আরও ছয়জনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার এ ঘটনা ঘটে। এ সময় শর্টগানটিও জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন ।
থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আটকের চেষ্টা করছি। লাশ উদ্ধারের পর গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির মরদেহ বর্তমানে দক্ষিণখান কেসি হাসপাতালে রয়েছে।’
উপ-কমিশনার মো. শহীদুল্লাহ জানান, নিহত আবদুর রশীদের সঙ্গে হান্নানের ব্যবসায়ীক দ্বন্দ্ব ছিল। এরই জের ধরেই তাকে গুলি করেছেন হান্নান। এরই মধ্যে হান্নানসহ ছয়জনকে আটক করা হয়েছে।