
হেফাজতে ইসলামের ডাকা হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ। আগামী ৪ এপ্রিলের মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন সংগঠনের নেতারা।
সোমবার রাজধানীর প্রেসক্লাবে জাতীয় ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ পক্ষ থেকে এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেন পরিষদের নেতাকর্মীরা।
সংগঠনের নেতারা বলেন, হরতালকে কেন্দ্র করে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর ও সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হেফাজতে ইসলামের ডাকা হরতালে বিক্ষোভ, হরতালে চালানো তাণ্ডবে লণ্ডভণ্ড বিভিন্ন স্থাপনা। হেফাজত কর্মীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া।
মূলত এসব অভিযোগেই হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করার আল্টিমেটাম দেয় জাতীয় ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ।