পলাশবাড়ী থানা যুবদলের পদ না পেয়ে ১৭ মার্চ বিকেলে উপজেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের করেছে বিক্ষুব্ধ যুবদল নেতাকর্মীরা।
জানা যায়, গত মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী থানা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা করে জেলা জাতীয়তাবাদী যুবদল।উক্ত কমিটিতে পদ বঞ্চিত বিক্ষুদ্ধ নেতাকর্মীরা দলীয় পার্টি অফিসে ভাংচুরসহ আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধরা ভাংচুর ও অগ্নিসংযোগ শেষে কমিটি মানিনা শ্লোগান দিতে দিতে চৌমাথায় এসে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আগুন লাগিয়ে বিক্ষুব্ধরা এলাকা ত্যাগ করার পর স্থানীয়রা অগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের পর এ আবাসিক এলাকায় ব্যাপক ভীতির সঞ্চার হয়। আগুন নিয়ন্ত্রণের বাহিরে গেলে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হতো বলে এলাকাবাসী জানান।
থানা বিএনপির সদস্য সচিব আবু আলা মওদুদ জানান, যুব দলের পদ বঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটায়। পলাশবাড়ী থানার এস আই আজিজ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন