‘মাস্ক পরার অভ্যাস-করোনামুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানে গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের উদ্যোগে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধসহ করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।
দেশে আবার কোভিড-১৯ করোনা বৃদ্ধি পাওয়ায় ২১ মার্চ রবিবার দুপুরে পৌরশহরের চৌমাথা মোড়ে মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক-যাত্রীসহ জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ।
এসময় ট্রাফিক পুলিশের টিআই মোশারফ হোসেন, থানার এসআই সঞ্জয় কুমার, এসআই মিজানসহ অন্যান্য কর্মকর্তা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।