
“মুজিববর্ষের অঙ্গিকার-বীমা হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
সোমবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল ও মোছা. মনোয়ারা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলতাব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসানুজ্জামান ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রতিনিধি ঠান্ডা মিয়া ও শাহ আলমসহ অন্যান্যরা। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বীমা কোম্পনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।