গাইবান্ধার পলাশবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লব মিয়া (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ১৭ মার্চ বুধবার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পল্লব মিয়া বরিশাল গ্রামের আলম মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পলাশবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব আলম জানান, নিহত ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি। প্রতিদিনের মতো বুধবার সকালে পাশ্ববর্তী বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যায়। কাজের এক পর্যায়ে সে সেচপাম্পে (মটর) বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় অসাবধানতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। হাসপাতাল থেকে লাশ পরিবারের নিকট হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।