গাইবান্ধা ০৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন ধর্মের নামে আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে।ধর্মের দোহাই দিয়ে ছোট এতিম শিশুদের রাস্তায় নামাবেন না।ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।ইসলাম শান্তির ধর্ম। আমরা আমাদের প্রিয় নবী রাসুলুল্লাহ (সাঃ) এর পথ অনুসরন করে চলবো।
সোমবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলেম ওলামাদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন ২০১২-২০১৪ সালের মত সন্ত্রাস নাশকতার চেষ্টা করা হলে পুলিশ কঠোর হস্তে তা দমন করবে।কেউ গুজবে কান দিবেন না।বর্তমান সরকার কওমী মাদ্রাসাকে প্রাধন্য দিয়ে কাজ করছে করোনাকালীন সময় এসব মাদ্রাসার শিক্ষকদের অনুদান প্রদান করেছেন।তার পরেও যারা ইসলাম হেফাজতের নামে গুজবে কান দিয়ে নুরুল ইসলামকে হেফাজত করছেন। তাদের ব্যাপারে সতর্ক থাকবেন।দয়া করে ধৈর্যের পরিক্ষা নিবেন না।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ,পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগ সভাপতি
আবু বক্কর প্রধান
, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ছারা,বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাবৃন্দ বক্তব্য রাখেন।