গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ সিমানায় আজ ভোর পাঁচ ঘটিকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী এস আর প্লাস ট্রাভেলস ও রংপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও হাইওয়ে পুলিশ সদস্য’রা আহত ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান,আহত ব্যক্তি মাদারীপুর জেলার মাদারীপুর গ্রামের হাসমত আলী ব্যপারীর ছেলে সজীব (৪০)। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।