গাইবান্ধার মহিমাগঞ্জে জুয়ার আসর থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, প্রভাষক, প্রধান শিক্ষক, মাদক ব্যবসায়ী, ইউপি সদস্য ও সিএনজি চালকসহ আটজনকে আটকের খবর পাওয়া গেছে।
শনিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের মাস্টার পাড়ায় রানার বাসা থেকে খেলারত অবস্থায় তাদের আটক করে জেলা ডিবি পুলিশের একটি টিম। রানা মৃত বজলার রহমানের ছেলে। জুয়ারুদের আটকের পর রফাদফার জন্য দীর্ঘসময় ওই বাড়িতে অবস্থানের ঘটনায় স্থানীয়দের মাঝে গুঞ্জন সৃষ্টি হয়।
আটক ব্যক্তিরা হলেন, মহিমাগঞ্জ ইউপি সদস্য কুমিড়াডাঙ্গা গ্রামের মৃত আহম্মেদ হোসেনের ছেলে খাজা মিয়া (৪৭) ও জিরাই গ্রামের আ. সোবহানের ছেলে ইউপি সদস্য খাজা মিয়া (৪৮), শ্রীপতিপুর গ্রামের মৃত আ. বারীর ছেলে মহিমাগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক ফয়জুল (৫৫), মৃত মজিবর রহমানের ছেলে মহিমাগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক (৪৮), মৃত নছির সোনারের ছেলে মহিমাগঞ্জ মহাবিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি মোমিনুল (৪৮), শ্রীপতিপুর মাস্টারপাড়া গ্রামের বজলার রহমানের ছেলে মাদক ব্যবসায়ী ও বাসার মালিক রানা (৫৫), একই এলাকার জতীন্দ্রনাথের ছেলে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক দেব (৫০), খোর্দ্দ গোপালপুর গ্রামের জিতেন্দ্রনাথের ছেলে সিএনজি চালক বিমল (৫০)।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি (ভারপ্রাপ্ত) মানস রঞ্জন দাশ বলেন, মহিমাগঞ্জে জুয়ার আসর থেকে ৭ থেকে ৮ জনকে গ্রেফতার করেছেন আমাদের একটি টিম।