
মুজিববর্ষ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ আওতায় গাইবান্ধায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার মৎস্য বীজ উৎপাদন খামার পুকুরে এ সাতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন ও মৎস্য খামার ব্যবস্থাপক মো. মশিউর রহমান সরকার।