
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিজ্ঞ আদালতে বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও দোকানপাট ভাংচুরসহ জমি দখল পুর্বক নতুন করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
আদালতের মামলার সূত্র ও সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের সুফিয়া বেগমসহ ১৭ জন বাদী হয়ে একই গ্রামের সাদা মিয়াসহ ৯ জনকে বিবাদী করে বিজ্ঞ আদালতে মামলা-মোকাদ্দমা দায়ের (নং-৪৯/২১) করেন। ওই মামলা সংক্রান্ত জমির উপর নিষেধাজ্ঞা জারীর জন্য বিজ্ঞ আদালতে একটি (যার ক্রমিক নং-৯০৯/২১) আবেদন করেন। উক্ত নিষেধাজ্ঞা আবেদন আগামী ২৭/০৪/২০২১ শুনানীর দিন তারিখ ধার্য থাকলেও বাদী সুফিয়া বেগমগংদের দখলে থাকা গোডাউন বাজারে সাবেক দাগ-১৮২৯, হাল দাগ-১৬৮২, জমি মোট ১২ শতাংশ জমিতে নির্মানাধীন দোকান ঘর ভাংচুর পূর্বক রোববার ১৪ (মার্চ) বিবাদী সাদা মিয়াগংরা নতুন করে দোকান ঘর নির্মাণ করেন। ভূক্তভোগী বাদীগংরা পুলিশের সাহায্য কামনা করেও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেন। বাদী গংদের অভিযোগ পুলিশে উপস্থিতিতেই তাদের দখলীয় জমিতে দোকান ঘর ভাংচুর পূর্বক বিবাদীগংরা নতুন করে দোকান ঘর নির্মাণ করছেন। বাদীগংরা তাদের দখলীয় জমি উদ্ধারসহ আদালতের মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বিবাদীগংরা জানান, সুফিয়া বেগম গংরা আমাদের উপর দফায়-দফায় আদালতে মামলা করে আমাদের ক্ষতিসাধন করছেন।
এ বিষয়ে হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিরোধপুর্ণ জমিতে কোন পুলিশ হস্তক্ষেপ করেনি। এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।