
দেশে শহর থেকে গ্রামাঞ্চলের তৃণমুল পর্যন্ত সর্বস্তরের প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। মানবিক আ’লীগ সরকার যে কোন ক্রান্তিকালে সবসময় অধিক সচেতন। বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি। দেশে করোনা ভাইরাস চলমান ক্রান্তিকালের প্রকোপে স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে দেশের সর্বত্র বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী এলাকার সাংসদ ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বুধবার (৩১ মার্চ) সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে একথা বলেন।
তিনি এসময় কর্তব্যরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, স্ব-স্ব অবস্থান থেকে মানবিকতার মানসে সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করনের মধ্যদিয়ে হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করতে হবে।
শুধু তাই-ই নয় আন্তরিকতার সহিত চিকিৎসাসেবা প্রদান অব্যাহত চালিয়ে যেতে হবে। একজন রোগীও যেন বঞ্চিত না হয় সেদিক অবশ্যই ল্য রাখতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আজমিরী ইসলাম জেমী, মেডিকেল অফিসার (ডেন্টাল সার্জন) ডা. মাহাবুব আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও সাংসদের ব্যক্তিগত সহকারী মাহিবুল হাসান মুকিত ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য এসময় হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে সরবরাহের জন্য রান্না করা খাদ্যের মান এবং পাকশালা পরিদর্শনকালে চরম অসন্তোষ প্রকাশ করেন। না কোন শুভঙ্করের ফাঁকি নয়। সরবরাকৃত খাদ্য ও পথ্য সামগ্রীর যথাযথ মান সঠিক রেখে তা পরিবেশনের তাগিদ দেন তিনি।