গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরোজা বারীর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতান আলী, সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।