
রাজধানীতে বাসায় ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহত রাজিবের স্ত্রীকেও কোপানো হয়।
যাত্রাবাড়ী থানাধীন কাজলার কাঠের মসজিদ এলাকায় গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের ফুপাতো ভাই জিহাদ জানান, রাত ৯টার দিকে তিনজন বাসায় ঢুকে মো. রাজিব (৩০) ও মরিয়মকে (২৫) এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে আমরা গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মরিয়ম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। কী কারণে কুপিয়েছে এ বিষয়ে কিছু বলতে পারছি না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।