
রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. কেফায়েত উল্লাহ ও মো. আনোয়ার হোসেন। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, সোমবার রাত ১১ টায় মধ্য বাড্ডার কাঠাঁল বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইয়াবা কেনা-বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।