জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন- জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। মহামারী করোনাভাইরাস মোকাবেলায় অন্যান্য দেশের চেয়ে অগ্রগামী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত পৃথিবীর ১০০টি দেশ করোনা ভাইরাসের টিকা পায়নি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনাভাইরাসের টিকা এনেছেন। বাংলাদেশের মত দেশে তিনি অন্য দেশের সহয়তা ছাড়াই পদ্মা সেতু নির্মাণ করেছেন। তার সঠিক নেতৃত্বের কারণে বি.এন.পি এখন বুঝেছে এই সরকারের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা যাবে না।
গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের স্কুল বাজার নামক স্থানে আলাই নদীর উপর ব্রীজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন- স্বাধীনতা পরবর্তী অনেক সরকারই ক্ষমতায় ছিল কিন্তু পদুমশহর ইউনিয়নবাসীর আকাংক্ষিত এই ব্রীজটি কোন সরকারই করেনি। আওয়ামীলীগ সরকার ৬ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রীজটি নির্মাণ কাজের বরাদ্দ দিয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকায় বাংলাদেশ এখন উন্নয়নের মডেলে পরিণত হয়েছে।
পদুমশহর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোনায়েম হোসেন মন্ডল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আহসান কবির, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাবেক জজ মজিবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, আ’লীগ নেতা সুমন মিয়া, উপসহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ, আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান মফিজুল হক, ছাইদুর রহমান সাইদ, মিজানুর রহমান মিজান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আব্দুল আজিজ ও আসাদুজ্জামান প্রমুখ।