
বগুড়ায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।
গত রোববার কাহালু উপজেলার শহরগাড়ী পাল্লাপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
গতকাল সোমবার রাতে মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে কাহালু থানায় মামলা দায়ের করেন পেশায় হোটেল শ্রমিক শিশুকন্যাটির বাবা।
আটককৃতরা হলেন, কাহালু উপজেলার শহরগাড়ী পাল্লাপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. শান্ত রহমান জুয়েল (৩৭) ও মৃত মিয়াজানের পুত্র মো. আ. হামিদ (৩৫)। তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, গত রোববার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুকন্যাটি। সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুজি করে তার পরিবারের লোকজন। খুজে না পেয়ে পরদিন পুলিশকে অবগত করলে, খোঁজাখুজির এক পর্যায়ে ওই গ্রামের একটি পুকুর থেকে শিশুকন্যাটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুকন্যাটির পরিবারের লোকজনের কথাকে গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।