গাইবান্ধার পলাশবাড়ীতে অমর একুশে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ১৫ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে কর্মসূচি প্রণয়নে উপস্থিত নেতৃবৃন্দ দিক-নির্দেশনামূলক মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে দিবসটি সামনে রেখে সভায় উত্থাপিত কর্মসূচি সমূহ পালনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।