ভোজ্য তেল-চালসহ নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি রোধ ও স্বল্পমূল্যে রেশন সরবরাহের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরাম। ১ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১২টায় দলের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরআগে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরামের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জাহিদুল ইসলাম, আশরাফুল আলম আকাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা সোয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং চালসহ অন্যান্য নিত্যপন্যের মূল্যবৃদ্ধিতে তিব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সকল নিত্যপণ্যের মূল্য কমানোসহ স্বল্পমূল্যে রেশন সরবরাহের দাবী জানান। বক্তারা বিনামূল্যে সবার জন্য করোনা ভ্যাকসিন প্রদান এবং আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবী করেন। নেতৃবৃন্দ অবিলম্বে বন্ধ পাটকল চালু করার দাবীসহ চিনিকল বন্ধের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।