বিতর্কিত সংশোধিত কৃষি আইন বাতিলের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী ভারতজুড়ে জাতীয় ও রাজ্য মহাসড়কে নতুন করে অবরোধে নেমেছেন কৃষকরা। স্থানীয় সময় (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হওয়া অবরোধ বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে অ্যাম্বুলেন্স ও স্কুল বাসের মতো জরুরি ও প্রয়োজনীয় পরিষেবাগুলো অবরোধের আওতায় থাকছে না।
কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে দিল্লির উপকণ্ঠে ৫০ হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে প্রশাসন। সেই সঙ্গে অনেক জলকামান আনা হয়েছে। এ অবস্থায় টানটান উত্তেজনা বিরাজ করছে দু’পক্ষের মধ্যে।
কৃষক নেতাদের পাশাপাশি এ কর্মসূচি ঘিরে মোতায়েন রয়েছে দিল্লি পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে দিল্লিতে ১২টি মেট্রো স্টেশনে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের প্রায় ৫০ হাজার কর্মীর পাশাপাশি থাকছে আধাসামরিক বাহিনীও। গাজিপুর সীমানায় ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া, কংক্রিটের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দিল্লি-হরিয়ানা সীমানা তথা দিল্লি-এনসিআর এলাকায় পুলিশকর্মীদেরও মোতায়েন করা হয়েছে। সতর্ক দৃষ্টি রয়েছে লালকেল্লাতেও।
নতুন করে এই কর্মসূচিতে ষড়যন্ত্রের আভাস পাচ্ছে সরকার। আন্দোলনের নেতাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে কেন্দ্র।