
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে বাকলিয়া থানার রাহাত্তর পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— অহিদ মিয়া (৫৫), শহীদ মাঝি (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)।
ওসি রুহুল আমিন জানান, গভীর রাত ১২টার দিকে রাহাত্তরপুল এলাকায় এক ট্রাক সামনে থেকে ওই সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এই ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।