জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিন বছর ধরে কারাবন্দী রাখা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নড়াইল আদালতে মানহানির মিথ্যা বানোয়াট সাজানো মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের সার্কুলার রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সোয়েব হক্কানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, যুগ্ম সম্পাদক ইউনুস আলী দুখু, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মাহমুদুল হাসান মামুন, সহ-সভাপতি সুইট বকসী, সহ-সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম সুমন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের মোহাম্মদ টিপু, সাংগঠনিক সম্পাদক মনজুরুল রহমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসানুল ইসলাম রিপন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, যুগ্ম সম্পাদক ইমাম হাসান আলাল, ফরহাদ আলী, প্রচার সম্পাদক তাইফুর রহমান ফুয়াদ, হামীম, শামীম রেজা, মামুন মিয়া, রেজাউল হক, সাইফুল ইসলাম, আল-আমীন, পাপুল মিয়া, সোহেল রানা, খালিদ হাসান, লিংকন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জামুকা জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি সরকারের প্ররোচণায় করা হয়েছে। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তি রাজপথে সুনামির ন্যায় ধেয়ে এসে প্রতিরোধ করবে বলে জানান তারা।