গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে। ২৪ ফেব্রুয়ারী বুধবার রাত অনুমান ৭.২৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার, এএসআই মুশফিক ও জাহিরুলদের সমন্বয়ে ১টি টিম নিয়মিত চেকিং এর সময় গোবিন্দগঞ্জ-বগুড়া মহাসড়কের মায়ামণি হোটেলের দক্ষিণে বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আসামি নাহিদ (২২) পিতা-মন্টু, সাং-মহরকয়া, থানা-লালপুর, জেলা- নাটোর এর শরীর তল্লাশি করে বডি ফিটিং অবস্থায় ২০ বোতল ফেন্সিডিলসহ আসামী নাহিদকে আটক করে।
পরবর্তীতে একই টিম একই স্থানে রাত অনুমানিক ৮ টার সময় রংপুর হতে রাজশাহী গামী পথের সাথী বাসের ব্যাংকার হতে মালিক বিহীন একটি স্কুল ব্যাগে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃর্ত ফেন্সিডিল ও গাঁজার মূল্য অনুমানিক ৬০ হাজার টাকা। আসামি নাহিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।